চ্যাটজিপিটি কী?

চ‌্যাটজিপিটি কী?

চ্যাটজিপিটি কী। what is chatgpt

চ্যাটজিপিটি হলো একটি ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা প্রক্রিয়াকরণ টুল। যা এআই প্রযুক্তি দ্বারা তৈরি হয়েছে। এটি মানুষের মতো কথোপকথনের অভিজ্ঞতা দেবে। চ্যাটবটের সাথে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো উত্তর পাওয়া সম্ভব। চ্যাটজিপিটি ভাষার নির্ধারিত মডেলের প্রশ্নের উত্তর দিতে পারে, এটি আপনাকে যেকোনো ধরনের লেখা, ইমেল, প্রবন্ধ, কোড এবং আরও অনেক কিছুসহ যেকোনো ধরনের লেখা তৈরি করার মতো কাজে সহায়তা করতে পারে। 

অবাক করার মতো ব‌্যাপার হলো এই বেটা সফটওয়্যার ভার্সনই মাত্র ৫ দিনে ১০ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে।

সার্চ ইঞ্জিনের এবং চ্যাটজিপিটির মধ্যে পার্থক্য কী?

চ্যাটজিপিটি একটি ভাষার মডেল যা এন্ড ইউজারের সাথে কথোপকথনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ব্যবহারকারী যদি চ্যাটজিপিটির কাছে কোন প্রশ্ন করে তবে চ্যাটজিপিটি তার সঠিক উত্তর ইন্টারনেটের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। 

অপরদিকে একটি সার্চ ইঞ্জিন ইন্টারনেটে ওয়েব পৃষ্ঠাগুলিকে সূচি করে, যা ব্যবহারকারীকে তার জিজ্ঞাসা করা তথ্য খুঁজে পেতে সহায়তা করে।

কীভাবে কাজ করে চ‌্যাটজিপিটি?

চ‌্যাটজিপিটি বিশ্বের বিভিন্ন ভাষার সবচেয়ে বড় মডেল যা মানুষের মতোই বিভিন্ন বিষয়ে লিখতে পারদর্শী। ইন্টারনেটের সুবিশাল ডাটার মধ্য থেকে তথ্য সংগ্রহ করে সেটা দিয়েই লেখে চ‌্যাটজিপিটি।

এই প্রোগ্রামটি (ট্রান্সফরমার আর্কিটেকচার) নামক একটি ডিপ লার্নিং মেথড ব্যবহার করে যা প্রায় সব ধরনের প্রশ্নের উত্তর তৈরি করতে বিলিয়ন শব্দ ধারণ করে থাকে বেশ কয়েকটি টেরাবাইট ডেটার মাধ্যমে পরীক্ষা করে। 

চ্যাটজিপিটি কী। what is chatgpt

(আগের ভার্সনের চ্যাটজিপিটির মধ্যে রয়েছে জিপিটি-৩. এটি দ্রুত কাজ করে। চ্যাটজিপিটি মানুষের মতো করে মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর তৈরি করতে পারে। রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করে জিপিটি-৩.৫ এর উপরে চ্যাটজিপিটি সূক্ষ্ম টিউন করা হয়েছে। উভয় পদ্ধতিই এই মডেলের কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করেছে। এর চ‌্যাটজিপিটি এর লার্নিং মডেলগুলি মাইক্রোসফট Azure সুপার কম্পিউটিংয় এর সাহায্যে প্রশিক্ষিত করেছে)

চ্যাটজিপি ভবিষ্যতে কি হতে পারে?

চ্যাটজিপিটির পরর্বতীতে কি আসবে এখনো তারা ভালো ভাবে বলেনি কিন্তু আশা করা যাচ্ছে এই সার্ভিসটা ফ্রী এবং পেইড দুইটায় পাওয়া যাবে। এতে করে এখন কার মতো সুবিধাসহ আরো অনেক কিছু এই চ্যাটজিপিতে এড হবে। এটি ওপেন এআই চ‌্যাটজিপিটি ব্যবহারকারীদের কাছ থেকে ডেটা সংগ্রহ করে চলেছে। এতে চ্যাটজিপিটি আরও সূক্ষ্ম কাজ করতে সক্ষম হবে। নতুন এমন কিছু অবশ্যই আসবে যা মানুষ এখনো কল্পনা করতে পারছে না।

Previous Post
No Comment
Add Comment
comment url