ব্লগিংয়ের ভবিষ্যত কি হবে?

ব্লগিংয়ের ভবিষ্যত কি হবে?

Blogging Futures

বর্তমান সময়ে যারা ব্লগিং বা লেখালেখির কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই ভাবছেন যে, ভবিষ্যতে ব্লগিং এর মান কেমন থাকবে। এইটার মান কি আরো বাড়বে নাকি কমে যাবে। এইসব বিষয় নিয়েই আজ আপনাদের কিছু তথ্য জানাবো। যারা এই কি-ওয়ার্ড ধরে পোস্ট টা দেখছেন আপনারা সবাই কিন্তু ব্লগিং নিয়ে জানেন। তবুও অনেকে আসতে পারেন যারা জানেন না। তাদের জন্য সামান্য কিছু ধারণা দিবো ব্লগিং কি তা নিয়ে। তাই অবশ্যই একটু কষ্ট শেষ পর্যন্ত দেখবেন।

প্রথমত বলছি ব্লগিং আসলে কি?

ব্লগিং হলো কোনো কিছু নিয়ে লেখালেখি করা। আপনি যে আমার এই লেখা গুলো পড়ছেন এইটায় একটা ব্লগ। আশা করি ব্লগিং এর ধারণা বুঝলেন।

এইবার আসা যাক ব্লগিংয়ের ভবিষ্যৎ কি হতে পারে?

সময়ের সাথে সাথে আমাদের তথ্য প্রযুক্তির অনেক কিছু পরিবর্তন এসেছে। এতে করে মানুষের মাঝেও আমরা অনেক কিছু পরিবর্তন দেখছি। ২০১৩-২০১৪ সাল পর্যন্ত মানুষের মাঝে যে ব্লগিং পড়ার আগ্রহ ছিলো তা এখন আর তেমন প্রভাবিত করছে না।

এর প্রধান কারণ তাহলে কি?

এই সমস্যার মূল কারণ হলো সোশ্যাল মিডিয়ার নতুন নতুন সব আপডেট। এইসব আপডেট এর মাধ্যমে মানুষের চিন্তা-ভাবনা আর আগের মতো আগ্রহের কাজ করে না। আগে মানুষ যা পড়ে পড়ে বুঝতো তা এখন সে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম নানান সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছে। আর আমরা জানি পড়ার থেকে দেখে শেখা জিনিস আমাদের বেশি মনে থাকে। আর এইটাই সেই মূল কারণ যার জন্য মানুষ এখন আর ব্লগ পড়তে যায় না।

একটা ছোট উদাহরণ দেওয়া যাক যেমনঃ

ধরুন আপনার কোনো ইংরেজি গ্রামারে সমস্যা হচ্ছে। এখন আপনি গুগল বা অন্য কোনো মাধ্যমের ব্লগ পোস্ট থেকে যতটুকু বিষয়টা বুঝতে পারবেন। তার থেকে এখন কিন্তু আপনি ইউটিউবে এই সমস্যার ভিডিও পেয়ে যাবেন। এই সুবিধার জন্য মানুষের ব্লগের প্রতি আগ্রহ দিন দিন কমতে শুরু করছে। 

২০১২-২০১৩ সালেও মানুষ কোনো কিছুর তথ্য জানার জন্য অবশ্যই সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকতো। এখনও অনেক কেটা-গেরির সাইট আছে যাতে প্রতিনিয়ত লাখ লাখ ভিজিটর আসা যাওয়া করছে। কিন্তু অনেক সাইট আবার এই প্রযুক্তির আপডেট এর জন্য অনেকটা নিচে চলে যাচ্ছে। 

আর একটা উদাহরণ দেওয়া যাক যেমনঃ

আগে মানুষ ট্রাভেলিং এর Blog গুলো দেখতো। কিন্তু এখন মানুষ কি করছে? ট্রাভেলিং এর Vlog দেখছে। এগুলা তারা খুব সহজেই পেয়ে যাচ্ছে ইউটিউব, ফেসবুক মাধ্যমে।

তাই বলা যাচ্ছে ভবিষ্যতে অবশ্যই ব্লগিং এর উপর একটা বড় ধাক্কা আসবে অনেক কেটা-গেরির ব্লগারে।

তাহলে করণীয় কি?

এখনো অনেক নিশ আছে যা সোশ্যাল মিডিয়াতে নেই। এই নিশ গুলো টার্গেট করতে হবে। তাহলে ব্লগিং করে কিছু করা যাবে। যেমনঃ কুকিং এর ভিডিও কিন্তু ইউটিউবে পাবেন। কিন্তু এই খাবের ইতিহাস কিন্তু পাবেন না। এবার যদি আপনি এইটাকে কাজে লাগিয়ে ব্লগিং করেন তাহলে অবশ্যই সাফল্য পাবেন। এই রকম অনেক কেটা-গেরি একটু চিন্তা খুঁজে আপনি ব্লগিং করতে পারেন।

বিভিন্ন মাধ্যম এবং রিচার্জ তাদের পরিসংখ্যান অনুযায়ী একজন মানুষ কম পক্ষে প্রতি সপ্তাহে একদিন হলেও কোনো না কোনো বিষয় গুগল সার্চ করে থাকে। এতে করে বোঝা যাচ্ছে এখনও ব্লগিং করা যাবে। কিন্তু ভবিষ্যতে অবশ্যই কয়েক কেটা-গেরির সাইটে বিরাট প্রভাব পড়বে। 

তাই অবশ্যই ব্লগিং শুরু করার আগে নিজের বুদ্ধি একটু খাটিয়ে আগে যা বলছিলাম সেভাবে নিশ সিলেক্ট করবেন।

পরিশেষে বলা যাই ভবিষ্যতে ব্লগিং এর অনেক কিছু পরিবর্তন আসবে। যা এরইমধ্যে আমরা কিন্তু দেখছি।আশা করি সম্পূর্ণ যারা পড়ছেন তারা বুঝতে পারছেন কি হবে ভবিষ্যতে ব্লগিং এর।

Blogging Futures
এইরকম আরো তথ্য পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক..🌸🥀

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ২৪ জুন, ২০২২ এ ৫:৩৩ PM

    Thanks for information

Add Comment
comment url