ড্রপশিপিং বিজনেস কি?(What is a dropshipping business)
ড্রপশিপিং বিজনেস কি?
যারা জানেন না তাদের জন্য অতি সংক্ষপে উদাহরনসহ বলছি -
ড্রপশিপিং হচ্ছে আপনার নিজের একটা ওয়েবসাইট থাকবে শপিফাই বা উকমার্স এ। আপনি আলিএক্সপ্রেস বা চায়নার অন্য কোন ওয়েবসাইট থেকে প্রডাক্ট এর ছবি, প্রডাক্ট এর ডিসক্রিপশন এবং পণ্যের দাম আপনার ওয়েবসাইটে আপডেট করবেন। তার পরে আপনার ওয়েবসাইট এর প্রডাক্ট এর জন্য ফেসবুকএডস, গুগলএডড, ইনফ্লুয়েন্চার... এর মাধ্যমে মার্কেটিং করবেন আমেরিকা, কানাডা..... তে। কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে প্রডাক্ট কিনবে ৫০ ডলার দিয়ে। আপনি আলি এক্সপ্রেস বা অন্য সাপ্লায়ার থেকে ঐ পোডাক্ট ১০ ডলারে কিনে কাস্টমার এর ঠিকানা দিয়ে দিবেন। সাপ্লায়ার আপনার কাস্টমার এর ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দিবে।আপনার প্রডাক্ট এর খরচ ১০ডলার এডভ্যারাইস এবং অন্যান্য খরচ ১০ ডলার। আপনার লাভ - ৩০ ডলার।
এই বিজনেসটা আপনি যদি ভালো করে করতে পারেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন মাস শেষে।
আরো তথ্য জানতে আমাদের সাথে থাকুন

