অনলাইন ইনকাম vs প্রতারণা। (Online Income vs Cheating)
অনলাইন ইনকাম VS প্রতারণাঃ
আপনি যদি শিক্ষিত এবং সুস্থ মস্তিস্কের মানুষ হয়ে থাকেন তাহলে সাবধান হোন। আর হুজুগে বাঙালী হলে ইনকামের লোভে প্রতারিত হোন।
বর্তমান সময়ে ফেসবুকে অনেকেই অনলাইনে ইনকামের নামে স্ক্যামিং হচ্ছে। যেমনঃ
• ৫ মিনিটেই কাজ শিখুন , মাসে৭০০০-৮০০০ হাজার টাকা ইনকাম করুন। (প্রতারণা)
• কোন MB চার্জ নেই , এড ফি লাগবেনা। (প্রতারণা)
• ২০-৩০ জন আপু নিবো। (প্রতারণা)
• ইনকামের যথেষ্ট প্রমান আছে। (প্রতারণা)
• ১৫০০০-২০০০০ ইনকাম করুন সহজেই। (প্রতারণা)
• এই ৭ দিনে এতো ইনকাম করেছি(প্রতারণা)
• ইত্যাদি
ভাই অনলাইনে ইনকাম করা এত সহজ না যারা ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে কাজ করে শুধুমাত্র তারাই বুঝতে পারে একটা প্রজেক্ট পাওয়া কতটা কঠিন।
তবে স্কিল বা দক্ষতা থাকলে খুবই সহজ। যাদের স্কিল আছে তারা ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে কোটি টাকাও ইনকাম করতে পারে।
প্রতারণা করে সাধারণ মানুষদেরকে বোকা বানানো হচ্ছে, তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। অনলাইন ইনকাম সম্পর্কে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। ফলে মানুষ প্রতারিত হয়ে ভূল মেসেজ পেয়ে অনলাইনকেই এড়িয়ে চলছে।
প্লিজ যারা এমন কাজগুলো করছেন তাদের দোহায় লাগে,,!!!! একটা মানুষ যখন চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে জোতার তলা ছিড়ে ফেলে তখন সে অনুপায় হয়ে ফ্রিল্যান্সিং পেশাটাকে বেছে নেয়,অথচ তারা শুরুতেই ভূল মেসেজ পেয়ে অনলাইন থেকে ছিটকে যায়।
অধিকাংশ ছেলে,যারা মেয়ের নাম ব্যবহার করে ফেক আইডি ব্যবহার করে ফ্রিল্যান্সিং অনলাইন ইনকাম ইত্যাদি নামে একাধিক গ্রুপ পরিচালনা করছে। যেখানে একাধিক ফেক আইডি মেয়ে নামের আইডি যারা গ্রুপে এড করে ইনকাম করার সুযোগ করে দিবে বলে 150 টাকা বা কেও কেও এর?
যেমন-ঃ
# ডিজিটাল মার্কেটিং
# ওয়েব ডেভেলপমেন্ট
# ওয়েব ডিজাইনিং
# গ্রাফিক্স ডিজাইনিং
# ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন
# আর্টিকেল রাইটিং
# কনটেন্ট রাইটিং
# ওয়েব স্ক্রাপিং
# এসইও-SEO
# সিপিএ-CPA , CPA ইত্যাদি।
**তাই আসুন আর প্রতারিত না হই, সচেতন হই।
নিজের স্কিল বাড়ান অনলাইন জগতে, তাহলে কারো কাছে কাজের জন্য ভিক্ষার হাত বাড়াতে হবেনা কাজ এসে আপনাকে খুজবে।
আরো তথ্য জানতে আমাদের সাথে থাকুন

