ফাইভার আসলে কি? ফাইভার দিয়ে কি করা হয়?

Fiverr কি?

ফাইভার হলো এমন একটি online marketplace যার মাধ্যমে আপনারা অনলাইনের বিভিন্ন কাজ করে সীমাহীন টাকা আয় করতে পারবেন।

Online income tips and trick

ফাইভার হলো এমন একটা ক্ষেএ যেখানে কোনো ব্যাক্তি তাই knowledge,experience,skill এর মাধ্যমে খুব সহজেই কাজ খুঁজে পাবে।

মনে করুন, আপনি ভালো অনলাইন মার্কেটিং সম্পর্কে জানেন। সেক্ষেত্রে আপনি Fiverr এ মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। 

শুধুমাএ মার্কেটিং না এখানে আপনারা হাজার হাজার রকমের কাজ করে ঘরে বসেই অনেক টাকা আয় করতে পারবেন। এখন আপনি ভাবতে পারেন,ফাইভার থেকে কিভাবে টাকা আয় করবো?

চিন্তার কারণ নেই আমি বিস্তারিত Fiverr,সম্পর্কে নিচে দিয়ে দিচ্ছি।

প্রথমে আমরা জেনেনি (Fiverr marketplace) কি?

ফাইভার হলো এমন একটি online marketplace যেখানে বিভিন্ন ধরনের freelance service প্রদান করা হয়ে থাকে। যার মাধ্যমে কোনো freelancers তাদের কাজের গ্রাহক খুঁজে পাই। তাছাড়া এই platform এর কোনো গ্রাহক তাদের কাজের জন্য কোনো freelancers কে খুঁজতে পারবে।

Technical bappy

এখানে মূলত কোনো service কে কেনা-বেচা করা হয়। তাহলে বুঝতে পারলেন,online marketplace জিনিসটা আসলে কি?

তাছাড়া আপনারা অনলাইন এ Fiverr এর মতোই অনেক মার্কেট প্লেস পাবেন যেখানে ঠিক এর ফাইভার এর মতো সব কাজ হয়ে থাকে।

যেমনঃ

www.freelancer.com
www.upwork.com
www.guru.com

এইগুলো বাদেও আরো অনেক রয়েছে।

Fiverr কিভাবে কাজ করে?

১. প্রথমে freelancers রা তাদের কাজের উদ্দেশ্য ফাইভার এ রেজিষ্ট্রেশন করেন।

২. এবার freelancers রা যে সেবা প্রদান করবেন তার একটা Gig তৈরি করে করে ফাইভার এ প্রচার করা।

৩. freelancers রা যে কাজ গুলো ফাইভাই পাবলিশ করে থাকেন সেগুলোকে Gig বলা হয়ে থাকে।

৪. ফাইভার এ যারা তাদের কাজ অন্যদের কাছে বিক্রি করে তাদের কে,Fiverr seller বলে এবং যারা কেনে তাদের কে,Fiverr buyer বলে।

৫. এবার নিজের কোনো কাজ করানোর জন্য আপনার নির্ধারিত gig খুঁজে নিয়ে তার দেওয়া তথ্য গুলো দেখে নিবেন।

যেমনঃ

১.freelancer দের কাজের অভিজ্ঞতা।

২.আগে কতটুকু কাজ করেছেন।

৩.অন্যরা তার কাজের সম্পর্কে কি বলেছেন।

৪.কাজটি করার জন্য সে কত টাকা নিবে।

সবকিছু ঠিক থাকলে সার্ভিস orderটি process করা হয়।

Fiverr এ কোনো কাজ এর জন্য সর্বনিম্ন $5 দিতে হয়।

যখন freelancer রা তাদের কাজ ঠিক ভাবে তাদের ক্লায়েন্ট এর কাছে জমা দিবেন, তখন fiverr এর মাধ্যমে তারা আপনার পাওনা টাকা দিয়ে দিবে।

আর এই platform বা marketplace এর সুবিধার জন্য Fiverr প্রত্যেক service purchases এর উপর আলাদা $2 নিয়ে নিবে।

ফাইভাই এইভাবেই কাজ করে থাকে।

How to earn money from fiverr?

দেখুন ফাইভার থেকে টাকা আয় করতে হলে আপনাকে যেকোনো দক্ষতা(skill) কাজ(work) বা (knowledge) থাকতে হবে। যা দারা আপনি আপনার কাজকে বিক্রি করে টাকা আয় করতে পারেন। এটা যেকোনো skill বা knowledge হতে পারে।

যেমন ধরুন,

graphic designer,
logo designer,
web designer,
social media manager,
seo,
digital marketing ইত্যাদি।

এই রকম যেকোনো কাজ যদি আপনি ভালো পারেন তাহলে আপনি fiverr এ freelancer seller হিসেবে যোগ দিয়ে অনেক টাকা আয় করতে পারবেন।

অনলাইন ইনকাম

ফাইভার থেকে টাকা ইনকাম করার ধাপ:

১ঃ আপনি যে কাজ ভালো পারেন সেটা নিয়ে আগে ভালো করে ভাবুন।

২ঃ এবার নিজের একটা fiverr seller account তৈরি করুন।

৩ঃ একাউন্ট তৈরির পর আপনার profile setting আর profile picture ভালো-ভাবে সেট করুন।

৪ঃ এবার আপনি যে service টা fiverr এর মাধ্যমে দিবেন তার একটা Gig ভালো করে তৈরি করে পাবলিশ করুন।

৫ঃ এবার অন্যরা আপনার কাজের অনুযায়ী আপনাকে কাজ দিবে এবং সেই কাজটা আপনাকে ভালো করে সময় হিসেবে দিতে হবে।

৬ঃ সময় মতো ক্লায়েন্ট এর কাজ আপনি তাকে জমা করলে সে আপনাকে পাওনা টাকা দিয়ে দিবে।

৭ঃ মনে রাখবেন, প্রত্যেক কাজ ক্লায়েন্ট দারা অডার করার সাথে-সাথে, fiverr দারা ক্লায়েন্ট এর কাছ সেই কাজের টাকা নিয়ে নেওয়া হয়।


Online income Bangladesh

তাহলে আপনারা বুঝতেই পারলেন fiverraccount তৈরি করে নিজের জানা কাজ দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।


আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স এ কমেন্ট করে আপনার সমস্যা জানাবেন।

সম্পর্ণ article পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আরো তথ্য জানতে আমাদের সাথে থাকুন।

Online income tips and trick
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url