গুগল ফ্যামিলি কি?(What is Google Family)
সাধারণত গুগলকে আমরা অনুসন্ধান (সার্চ) এর কাজেই ব্যবহার করে থাকি। তবে এই গুগলের নিজস্ব কিছু বৈশিষ্ট্যও আছে যেগুলো আমাদের যেকোনো প্রয়োজনে অতীব গূরুত্বপূর্ণ। এদেরকে একত্রে গুগল ফ্যামিলি বলা হয়।
চলুন এই বিষয়ে একটু বিষদভাবে জেনে নেওয়া যাক।
গুগলের সবচেয়ে প্রয়োজনীয় টুলস গুলো হলোঃ
1. Google Translate
2. Google Contacts
3. Google Calendar
4. G-mail
5. Google Drive.
6. Google Forms
এই জিনিসগুলো যেমন দৈনন্দিন কাজে ব্যবহার্য তেমনি ফ্রিল্যান্সিং-এ এর বিকল্প নেই।
আসুন জেনেনি কিভাবে?
✔আমরা বায়ারদের সাথে যখন কনভারসেশন করব তখন তাদের ভাষা আমার অথবা আমার ভাষা তাদের না-ই জানা থাকতে পারে। এজন্য কি থেমে যাবো?-না। এজন্য একমাত্র ভরসা “Google Translate “ আমাদের কথা তাদেরকে অথবা তাদের কথা আমাদের Google Translate -এর মাধ্যমে ট্রান্সলেট করে কথোপকথন করা যাবে।
✔আমরা প্রয়োজনীয় কন্ট্যাক্টস হারিয়ে ফেলতে পারি যেকোনো কারনে। তবে গুগল এমনটি নয়-সে স্মার্ট। Google Contacts এ সেভ করলে তা যেকোনো সময় খুজে পাওয়া যাবে।
✔ক্যালেন্ডারের ডেট ওয়াইজ শিডিউল তৈরি করতে Google Calendar ব্যবহার করা যেতে পারে।
✔G-mail- এর কাজ আসলে আমার বুঝানোর কিছু নেই। এটার প্রয়োজনীয়তা আমরা সবাই জানি। এই একাউন্ট একমাত্র গুগল ছাড়া ওপেন করা সম্ভব নয়।
✔Google Drive- হলো গুগল ফ্যামিলির অন্যতম গূরুত্বপূর্ণ টুল। এখানে আমাদের যাবতীয় সব ইনফরমেশন আমরা জমা করতে পারি যেটা অটোসেভ হয়ে থাকে। ফলে যেকোনো অবস্থায় আবার এগুলো হাতেও পেয়ে যেতে পারি।
✔Google Forms- এর মাধ্যমে কোন বায়ার কি কাজ দিয়েছিলো এবং বায়ার ডিটেইলস আমরা সংরক্ষণ করতে পারি।বিভিন্ন তথ্য সংরক্ষণের জন্যই মূলত Google Forms ব্যবহার করা হয়।
এইরকম আরো তথ্য পেতে আমাদের সাথে থাকুন

