নিশ কি? কিভাবে নিশ সিলেক্ট করতে হয়?

নিশ কি? 

এক কথায় নিশ হলো একটা নিদিষ্ট ক্যাটেগরি, মানে আপনি যে ক্যাটেগরির প্রডাক্ট নিয়ে কাজ করতে চান। এই নিশ কথাটি সাধারণত মার্কেটিং এর ভাষায় বেশি পরিমাণ ব্যবহার হয়।

নিশ কি?

কিভাবে নিশ সিলেক্ট করতে হয়?

একটা নিশ সিলেক্ট করার আগে, ঐ নিশে অনেক গুলা কিওয়ার্ড খুজে বের করতে হবে যাতে করে কিওয়ার্ড গুলা টার্গেট করে পোষ্ট দিলে, সহজেই প্রথম পেজে আপনার গুলা আসতে পারে। তবে, অধিকাংশ যেটা দেখা যায়, ইচ্ছামত আপনি একটা নিশ নিয়ে কাজ করলে, কিছুদিন পর দেখা যায় নিশগুলোতে আগে থেকেই বড়-বড় মার্কেটাররা দখল করে রাখছে।

তাই অবশ্যই মার্কেটিং এর আগে ভালোভাবে সবকিছু দেখে নিয়ে নিশ টার্গেট করতে হবে।

যেমন :ধরুন, আপনি ফ্যান নিশ নিয়ে কাজ করছেন। কিচুদিন পর বুঝলেন, নিশটা অনেক হার্ড, আপনার প্রজেক্ট শেষ। যদি আপনার নিশ হত, কিচেন তাহলে আপনি যত ইচ্ছা গ্রো করতে পারতেন। যদি মনে হয় নিশটা অনেক হার্ড, তুবও অনেক রিচার্স করার পর অবশ্যই লো-কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে নিয়ে কাজ করার সুযোগ পাবেন। কারন, বড় নিশে অনেক বেশি বেশি ক্যাটেগরি কিওয়ার্ড পাবেন।

ব্রান্ড এবং নন ব্রান্ড নরমালি, বেষ্ট প্রডাক্ট রিভিউ কিওয়ার্ড গুলা বেশি বেশি করে মানুষ সার্চ করে, যার ফলে মার্কেটাররা, এইসব পণ্য গুলা নিয়ে কাজ শুরু করে দেয়। এতে করে বেশি কম্পিটিশন বাড়তে থাকে। কম্পিটিশন এ যাওয়া উচিত কিন্তু প্রথম অবস্থাতেই না।

প্রথমে গুগল এ আপনার সাইটকে ভালোভাবে গঠিত এবং ঠিকঠাক seo করার পর। সেজন্য আপনি সিঙ্গেল প্রডাক্ট রিভিউ গুলা কে প্রথমে টার্গেট করবেন। সিঙ্গেল প্রডাক্ট রিভিউ, সার্চের ভলিউম সাধারণত কম থাকে কিন্ত, কম্পিটিশন অনেক কম থাকে। তাছাড়া, যারা সিঙ্গেল প্রডাক্ট রিভিউ খুঁজছে, তারা একটি নিদিষ্ট মডেল সম্পর্কে ভালোভাবে জানতে চায়।

এই জন্য, সার্চ ভলিউম কম হলেও, প্রডাক্ট এর সেল একটু বেশি হয়। কারন তারা ঐ মডেল টিই পছন্দ করে, কেনার আগে বিশেষ তারা এর গুনাগুন সম্পর্কে জানতে চায়। তাছাড়া, ব্রান্ড বেষ্ট প্রডাক্ট রিভিউ কিওয়ার্ডে ও কম্পিটিশন অনেক কম থাকে।

আশা করি আপনার সামান্য হলেও বুঝতে পারছেন কিভাবে একটা নিশ খুঁজে কাজ করতে হয়। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url