গুগল এডসেন্স পাওয়ার উপায়? (How to get google adsense)

গুগল এডসেন্স পাওয়ার উপায়

google adsense

Google adsense কি?

Google adsense হলো গুগলের এমন একটি ফিচার যেখান থেকে দেশি-বিদেশি কোম্পানিরা তাদের নিশ রিলে-টেড বিভিন্ন এড বিভিন্ন ওয়েবসাইট এ দেখিয়ে থাকে। মূলত কোম্পানি গুলো গুগলকে পেইড করার মাধ্যমে তাদের এড কে প্রচার করে থাকে খুব সহজে। আর এই সুযোগটা তারা এই google adsense এর মাধ্যমে নিয়ে থাকে। এতে করে কোম্পানি তার পণ্যের মান বা গুনাবলির আরো বেশি করে প্রচারের সুবিধা পায়। 

কিভাবে Google adsense পাবেন?

গুগল এডসেন্স আপনি বিভিন্নভাবে নিতে পারেন। তার জন্য অবশ্যই তাদের কিছু নিয়ম আপনাকে মানতে হবে না মানলে আপনি জীবনেও গুগল এডসেন্স পাবেন না। প্রথমত আপনার একটা website থাকা লাগবে বা কোনো youtube চ্যানেল তাছাড়া অন্যান্য অনলাইন প্লাটফর্ম যেমন facebook page থাকলেও হবে। কিন্তু এই এডসেন্স নেওয়ার জন্য আলাদা আলাদা জায়গায় আলাদা নিয়ন থাকে। যেমন website এর জন্য এক রকম পদ্ধতি, youtube এর জন্য অন্য পদ্ধতি, facebook page এর জন্য আলাদা পদ্ধতি। আজ আমরা জানবো website এ কি করলে google adsense খুব সহজেই পাওয়া যাই।

Google adsense পাওয়া জন্য সেরা ৫টা উপায়ঃ

High quality content post

google adsense

Google adsense দেওয়া জন্য গুগল প্রথমে দেখবে আপনার website এর content গুলো হাই কোয়ালিটির নাকি। কেননা গুগল কখনো নরমাল সাইট এ তাদের এডসেন্স এর সুযোগ দেয় না। তাই আপনার website কে ভালো করার জন্য অবশ্যই আপনার website এর content গুলো ভালো হওয়া লাগবে। আর আপনি যদি content ভালো করে লেখেন তাহলে আপনার সাইটে automatic ভিজিটর আসবে। এতে করে আপনার দুইটি সুযোগ একসাথে হয়ে যাবে। তাই অবশ্যই google adsense এ apply এর আগে আপনি খুব সুন্দর করে seo friendly content লিখবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন।

No copyright post on your website

google adsense

Google adsense এর জন্য ২য় বিষয়টা হলো। আপনার website এ কখনোই copyright post না থাকা। কেননা আপনি যদি এই ধরনের পোস্ট করে থাকেন তাহলে কখনোই গুগল এডসেন্স পাবেন না। তাই অবশ্যই নিজের বুদ্ধি দিয়ে এবং ভেবেচিন্তে সুন্দর করে নিজে পোস্ট লিখবেন। এতে করে আপনার google adsense পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই কখনোই অন্য কোনো website বা কারোর লেখা কপি করবেন না৷ কেননা গুগল বুঝে ফেলবে এটা কপি করা পোস্ট। তাই এই কাজ থেকে অবশ্যই দূরে থাকবেন যদি আপনি google adsense পেতে চান। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন।

Full customize website

google adsense

Google adsense এ apply এর আগে আপনি যে কাজটা না করলে ১০০% আপনাকে adsense দেওয়া হবে না। তাহলো আপনার সাইট full customize না থাকলে। কেননা আপনার সাইট এর কোনো একটা অংশ যদি error থাকে তাহলে আপনি google adsense পাবেন না। তাই অবশ্যই apply এর আগে সব ভালো করে দেখেশুনে নিবেন যাতে কোনো একটা অংশ ফাঁকা না থাকে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন।

Page on your website

google adsense

এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ google adsense এর জন্য। কারণ আপনার সাইটে যতই high quality content দেন না কেনো আপনার সাইটের যদি কোনো পেজ না থাকে তাহলে কখনোই গুগল আপনাকে google adsense দিবে না। তাই অবশ্যই আপনার website এ (about,contact,privacy policy,disclaimer,terms and condition) ইত্যাদি এর পেজ গুলোকে রাখবেন। তাই পেজ এর অনেক ভূমিকা রাখে google adsense এর জন্য।

Domain authority

google adsense

যেহেতু আপনি এই গুগল এডসেন্স এর জন্য এই আরটিকেল টা পড়ছেন সেহেতু আপনি এই বিষয়টা খুব ভালোভাবে জানেন। আর যারা যানেন না তাদের জন্য বললি এর domain authority আপনার google adsense এর জন্য ৫০% কাজ একাই করে থাকে। কেননা গুগল সবসময়ই হাই লেভেল এর domain গুলোকে বেশি সুযোগ দিয়ে থাকে। তাই আপনি যদি কোনো হাই লেভেল এর ডোমেন যেমন (com,info,net) ইত্যাদি ব্যবহার করেন করেন তাহলে খুব সহজেই আপনি google adsense পেয়ে জাবেন।

যেমন আমি এই পোস্টটা blogspot দিয়ে করছি এতে গুগল আমাকে তেমন সুযোগ দিবে না কিন্তু এই একই পোস্ট যদি কেউ হাই লেভেল এর ডোমেন দিয়ে করতো তাহলে তাকে বেশি সুযোগ গুগল দিয়ে থাকতে। তাই সবসময় একটা ভালো ডোমেন দিয়ে website তৈরি করার চেষ্টা করবেন। আশা করছি এই domain এর বিষয়টা একটু হলেও বুঝতে পেরেছেন।

google adsense

-উপরের এর ৫ টা বিষয় বাদেও আরো ছোট-বড় অনেক বিষয় কাজ করে থাকে এই google adsense পাওয়ার জন্য। কিন্তু এই ৫ টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয় গুলো থেকে। কোনো বিষয় সম্পর্কে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সেই বিষয় নিয়ে আরো পোস্ট করতে পারবো। 

-ধন্যবাদ আপনাকে এই পযন্ত থাকার জন্য। আপনার সময় অনেক অনেক সুন্দর কাটুক।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url