ইউটিউব মার্কেটিং কিভাবে করবেন?(How to do youtube marketing)

ভিডিও আপ্লোডের মাধ্যমে ইউটিউব মার্কেটিং:

আমরা ইউটিউব চ্যানেল অনেকেই খুলতে পারি এবং ভিডিও আপ্লোড দিতেও পারি। ইউটিউব মার্কেটিং করতে হলে অবশ্যই কেউ একজন আমাদের কাজ দিতে হবে। শুধু শুধু তো আমরা ইউটিউব মার্কেটিং করবনা। তাই যিনি আমাদের কাজ দিবেন তিনি আমাদেরকে তার পণ্য কিংবা প্রতিষ্ঠান কিংবা তার ওয়েবসাই ট বা অ্যাপ। যেকোন কিছু একটার ছবি,তার সুবিধা,তা মানুষকে কিভাবে সাহায্য করবে সব দিবে।

আপনার কাজ হচ্ছে আপনি তার দেওয়া জিনিসটির রিভিউ অথবা কেউ যদি আপনাদের কোনো  প্রতিষ্ঠান এর মার্কেটিং করতে বলে সেই প্রতিষ্ঠান এর সুবিধা মানুষ এর কাছে তুলে ধরবেন। এছাড়া কিছু প্রতিষ্ঠান আপনাকে বলতে পারে যে তার প্রতিষ্ঠান এর সব পণ্যের মার্কেটিং আপনাকে করতে হবে তাদের যতো পণ্য বাজারে আসবে। এই জন্য আপনি এক কাজ করতে পারেন যে আপনার একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। সেখানে আপনি তাদের সব পণ্যের রিভিউ করবেন। 

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা দেখা জায়না। বিভিন্ন মার্কেটপ্লেস এ হয় কি ক্লায়েন্ট আপনাকে বলে যে তার একটি পণ্য মানুষ এর কাছে ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে পৌছে দিতে। তার জন্য আপানারা আপনার একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন যেখানে আপনি সকল ক্লায়েন্ট এর পণ্য রিভিউ করবেন।

technicalbappy.blogspot.com

কমেন্ট এর মাধ্যমে ইউটিউব মার্কেটিং:

এইতো গেলো ভিডিও এর মাধ্যমে। এবার বলি কমেন্ট এর মাধ্যমে। আমরা ইউটিউবে সবাই কমেন্ট করতে পারি। আমরা যখন কারো কাছ থেকে ইউটিউব মার্কেটিং এর কাজ পাবো তখন আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে ইউটিউবে যাবো। তারপর আমাদের যেই পণ্য দেয়া হয়েছে তার সম্পর্কে সার্চ করবো। যেমন: আমদের কেউ যদি একটি কার এর ইউটিউব মার্কেটিং করতে বলে তবে আমরা ইউটিউবে গিয়ে সার্চ করবো “car buy usa ” ক্লায়েন্ট যেই দেশের অবশ্যই সেই দেশেরই নাম দিয়ে সার্চ করবো। ক্লায়েন্ট যদি কানাডার হয় আমরা সার্চ করবো “car buy canada” তারপর আমরা একটি ভিডিওতে ক্লিক করে তার কমেন্ট বক্সে কার সম্পর্কে লিখবো। 

এভাবে প্রত্যেক কারের ভিডিও তে আমরা কার সম্পর্কে লিখবো। তবে সব ভিডিও তে একি কমেন্ট লিখা যাবে না। যদি আমরা এক ভিডিও-র কমেন্ট বক্সে গিয়ে লিখি “এটা ভালো একটা কার” তাহলে অন্য ভিডিও-তে লিখবো “কম দামে ভালো কার।”এভাবে কমেন্ট এর মাধ্যমে ইউটিউব মার্কেটিং করবো। সাথে লিংক-ও দিয়ে দিবো যাতে তারা কিনতে যেতে পারে।

technicalbappy.blogspot.com
এইধরনের মার্কেটিং টিপস পেতে আমাদের সাইট এর সাথে থাকুন। (ধন্যবাদ)

Online income
Next Post Previous Post
2 Comments
  • Hi
    Hi ১৯ মে, ২০২১ এ ১২:০৫ AM

    ঠিকই বলছেন।

    • Bappy Hossain
      Bappy Hossain ১৯ মে, ২০২১ এ ১২:১০ AM

      ধন্যবাদ🥀🖤

Add Comment
comment url