ইমেইল মার্কেটিং কিভাবে করবেন?(How to do email marketing)
মার্কেটিংঃ মার্কেটিং হলো এমন একটা কাজ যার মাধ্যমে কোনো product,service বা business এর প্রচার করা হয়।
ইমেইল মার্কেটিংঃ ইমেইল মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো দ্রব্য,সেবা বা ব্যাবসার প্রচার করা হয় কিন্তু সেটা শুধুমাএ ইমেইল এর দারা।
কেন করবেন ইমেইল মার্কেটিং?
১ঃ ২০২০ সালে বিশ্বের প্রায় ৩৯০ কোটি মানুষ ইমেইল ব্যবহার করেন।
২ঃ শুধু ২০১৯ সালেই প্রতিদিন গড়ে ২৯৩ কোটি মেইল আদান প্রদান হয়েছে।
৩ঃ মাঝারি ব্যবসায়গুলো তাদের কাস্টমারদের ধরে রাখে ৮০% সময় ইমেইল ব্যবহার করে।
৪ঃ ইমেইল ব্যবহার করে মার্কেটিং করে গড়ে ১ ডলার খরচ করে ৪২ ডলার লাভ করা সম্ভব হয়েছে।
৫ঃ ইমেইলের মাধ্যমে রি-মার্কেটিং করে ৬৯% সফলতা লাভ করা সম্ভব হয়েছে।
ইমেইল মার্কেটিং করার নিয়মঃ
পারসোনাল ইমেইল আইডি থেকে ইমেইল ক্যম্পেইন করা যায় না। অর্থাৎ আপনি Gmail, Yahoo, Microsoft,Outlook ইত্যাদি ব্যবহার করে ইমেইল ক্যম্পেইন করতে পারবেন না।
Gmail,Yahoo,Microsoft,Outlook ইত্যাদি সার্ভিসগুলো ফ্রি হওয়ার কারনে আপনি একটি নির্দিষ্ট সংখ্যার বেশি ইমেইল পাঠাতে পারবেন না। যদি আপনি এসব ফ্রি সার্ভিস ব্যবহার করে ইমেইল মার্কেটিং করেন মানে হাজার হাজার মেইল পাঠান তবে আপনার একাউন্ট ব্লক করে দেওয়া হতে পারে।
সেজন্য আপনার প্রয়োজন হবে বিজনেস মেইল (Business Mail) যেমন: xyz@gamil.com একটি পারসোনাল মেইল।কিন্ত info@backenddigital.com একটি বিজনেস ইমেইল। সুতরাং পারসোনাল ইমেইল এক্ষেত্রে অর্থহীন, প্রয়োজন বিজনেস ইমেইল।
কিভাবে করবেন ইমেইল মার্কেটিং?
ইমেইল মার্কেটিং করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলো আপনি ব্যবহার করে অনেক মানুষের কাছে একসাথে মেইল পাঠাতে পারবেন। নিচে আমি কিছু সাইটের নাম দিয়ে দিচ্ছি সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন।
1• Mailchimp
2• Campaign Monitor
3• Email Brain
4• Stream Send
5• Mad Mimi
6• Benchmark Email
7• Get Response
8• Constant Contact
9• Boomerang
10• Graphic Mail
পরিশেষে আপনাদের একটা কথায় বলতে চাই অনলাইন এ যে কাজই আপনারা করেন না কেনো সেই একটা কাজই ধরে রাখার চেষ্টা করবেন। তাহলে আপনারা অনলাইন থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ।
এইরকম online income-marketing tips and trick পেতে আমাদের সাথে থাকুন। (ধন্যবাদ)




ধন্যবাদ তথ্যগুলো দেওয়ার জন্য
Welcome