আমাজন এফিলিয়েট মার্কেটিং কি?(Amazon Affiliated Marketing)

 Amazon Affiliate Marketing

ধারণাঃ আমাজন একটি ই-কমার্স প্লাটফর্ম যার মাধ্যমে অনলাইনে সাধারণত পন্য ক্রয় করা হয়।এটি একটি আন্তর্জাতিক প্লাটফর্ম।এই পর্যন্ত তো আমরা সবাই জানি। কিন্তু আমরা কি জানি,এই আমাজন দ্বারাও ইনকাম করা সম্ভব? হ্যা সম্ভব। পণ্য ক্রয় করার সাইটে তো সবসময় খরচই হয়, সেখান থেকে যদি কিছু ইনকাম আসে তাহলে ক্ষতি কি? বরং সেটাতো বেশ ভালো একটা সুযোগ।

আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু ইনকামটা করব কিভাবে?

সেটা এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে করা সম্ভব।

technicalbappy.blogspot.com

-এফিলিয়েট মার্কেটিং কি?

অন্যের বিজনেস থেকে আপনার একাউন্টের মাধ্যমে কোন পন্য মানুষের কাছে পৌছে দেওয়া এবং নির্দিষ্ট সময়ের ভিতর ঐ পণ্যটি ক্রেতাকে ক্রয় করানোই হলো এফিলিয়েট মার্কেটিং।

ক্রেতার পণ্যটি কেনার পর আপনার একাউন্টে একটি নির্দিষ্ট পার্সেন্ট এমাউন্ট যোগ হবে। এটাই হলো আপনার এফিলিয়েট ইনকাম।

আমাজন থেকে এটি করার জন্য সেখানে আপনার ভেরিফাই একাউন্ট খুলে তাদের যেকোনো পণ্য আপনার নিজস্ব লিঙ্ক এর মাধ্যমে মার্কেটিং করুন এবং আপনার এফিলিয়েট ইনকাম উপভোগ করুন।

এই ধরনের নানান মার্কেটিং ধারনা পেতে আমাদের সাথে থাকুন।

amazon affiliated marketing

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url